আমাদের সম্পর্কে


"চরমঙ্গলকোট এডুকেশন ফরিদপুর"

"চরমঙ্গলকোট এডুকেশন ফরিদপুর " ফরিদপুর জেলার কারিগরি শিক্ষা প্রধানকারী কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বেত নাম। আমাদের প্রধান কার্যালয় চরমঙ্গলকোট গ্রামে প্রতিষ্ঠিত। শাহ ফরিদের পূণ‍্যভূমি ও বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবিভক্ত জন্ম জেলা ফরিদপুরের সদর উপজেলাধীন ঐতিহ‍্যবাহী কৈজুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মঙ্গলকোট মহল্লায় চরমঙ্গলকোট গ্রামে হযরত আলিমুদ্দিন আল সাবরী (রঃ),কালিয়াকৈর/আজমীর শরীফ,ভারত এর বিশেষ শিষ্য হযরত মোমিন উদ্দীন আল সাবেরী (মিয়া খা) (রঃ) এর নাম অনুসারে ২০১৫ সালের ২৯ জানুয়ারী "এইচ.এম.এস(রঃ) বিদ‍্যানিকেতন" নামে শিশু শিক্ষা প্রতিষ্ঠানের মধ‍্য দিয়ে যাত্রা শুরু হয় শিক্ষা বিতরণ এর মহতী উদ‍্যোগের। ২০১৬ সালের একটি অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন একজন বক্তা, সেখানে দেখা যায় উচ্চ শিক্ষত কিন্তু কম্পিউটার জানে না এমন শিক্ষিতই বেশি এলাকায়। কারন অনুসন্ধানে জানা যায় মূল কারন জেলা শহরের দুরত্ব ও দারিদ্রতা। সেখানেই চিন্তা করা হয় অত্র গ্রামে একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার। অতঃপর একনিষ্ঠ চেতনা ও বিশেষ এক পারিবারিক বন্ধুর অর্থায়নে ২০১৭ সালে গড়ে তোলা হয় "চরমঙ্গলকোট টেকনিক্যাল ভোকেশনাল ইন্সটিটিউট", এ প্রতিষ্ঠানটি ৩৬০ ঘন্টা মেয়াদী বেসিক ট্রেডের ২ টি ট্রেড ১) কম্পিউটার অফিস এপ্লিকেশন (৭৬) ২) গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রগ্রামিং অনুমোদন পায় ১৩ ডিসেম্বর ২০১৭। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর অনুমোদন পায় চরমঙ্গলকোট মেডিকেল ইন্সটিটিউট এন্ড আল্ট্রাসাউন্ড প্রতিষ্ঠান টি ২টি ট্রেড সহ। ১. সার্টিফিকেট ইন প্যারামেডিকেল ২. সিএমইউ। কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজি কোর্স পরিচালনা বন্ধ ঘোষনা করলে ২০২১ সালের ২০ মে অনুমোদন পায় চরমঙ্গলকোট লাইভস্টক ইন্সটিটিউট প্রতিষ্ঠানটি ৩টি কোর্স সহ । কোর্স সমূহ হল ১. সার্টিফিকেট ইন এনিমেল রেয়ারার ২. সার্টিফিকেট ইন পোল্ট্রি রেয়ারারর ৩. সার্টিফিকেট ইন মটর ড্রাইভিং কাম অটো মেকানিক্স । ২০২৩ সালের ১৭ আগষ্ট অনুমোদন পায় একতা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট(এটিটিআই),বিলনালিয়া গ্রামে, নগরকান্দা উপজেলায়। এ্যাডভান্সড সার্টিফিকেট শিক্ষাক্রমের ২টি ট্রেড ১. ফিজিক্যাল এডুকেশন ২. কম্পিউটার টেকনোলজি।এছাড়া চরমঙ্গলকোট টেকনিক্যাল ভোকেশনাল ইন্সটিটিউট এ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস (চারুকলা)  কোর্সটি অনুমোদনের অপেক্ষায় আছে। চরমঙ্গলকোট লাইভস্টক ইন্সটিটিউট এ সার্টিফিকেট ইন এনিমেল হেলথ শিক্ষাক্রম সংযোজন এর নিমিত্তে পরিদর্শন হয়েছে। 

এ নাগাদ চরমঙ্গলকোট এডুকেশনেরপ্রতিষ্ঠান সমূহ হতে প্রায় ৩৫০ প্রশিক্ষণার্থী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন গ্রহণ করে দেশ ও প্রবাসে কর্মরত রয়েছে। আগামী দিনে এ প্রতিষ্ঠানটি আরও নতুন নতুন ট্রেড অনুমোদনের মধ্য দিয়ে ফরিদপুর অঞ্চলের প্রশিক্ষণ গ্রহণেচ্ছু দের পাশে থাকবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কিঞ্চিৎ হলেও ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ্। 


চরমঙ্গলকোট এডুকেশন ফরিদপুর