
চরমঙ্গলকোট তথা ফরিদপুর সদর উপজেলায় ২০১৮ সালে গড়ে তোলা হয় চরমঙ্গলকোট মেডিকেল ইন্সটিটিউট এন্ড আল্ট্রাসাউন্ড(সিএমআইইউ)। যা ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে দুটি টেকনোলজিতে ক. ছয় মাস মেয়াদী সাটিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সিএমইউ) খ. এক বছর মেয়াদী সাটিফিকেট ইন প্যরামেডিক্যাল। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজি কোর্স রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে ন্যাস্ত করায় সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল কোর্স সম্পূর্ণ বন্ধ রয়েছে। ৬ মাস মেয়াদী সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (সিএমইউ) কোর্সটি বোর্ড কর্তৃক চালু থাকলেও চরমঙ্গলকোট মেডিকেল ইন্সটিটিউট এন্ড আল্ট্রাসাউন্ড নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখছে। শিঘ্রই সিএমইউ কোর্সে ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ।


আমাদের প্রতিষ্ঠানসমূহ

মোঃ মাহবুবুল ইসলাম
সার্টিফিকেট ইন প্যারামেডিকেল
২০১৮-২০১৯ সেশন

অশোক সরকার
সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড(CMU)
জানু-জুন ২০১৯