
"চরমঙ্গলকোট টেকনিক্যাল ভোকেশনাল ইন্সটিটিউট" ফরিদপুর সদর উপজলার ঐতিহ্যবাহী কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট মহল্লার চরমঙ্গলকোট গ্রামে ২০১৭ সালে স্থাপিত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি মফস্বল গ্রাম চরমঙ্গলকোটে ২০১৭ সালের জানুয়ারী জুন সেশনে সম্পূর্ন অনারম্ভর পরিবেশে মাত্র ২টি কম্পিউটার ও ৬জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করে। অর্থায়ন সহযোগিতা করে একজন অসামান্য মানসিকতার বন্ধু মানুষ মোঃ রহিচউদ্দীন খান মহানুভবতার পরিচয় দেন। ২০১৭ সালের ১৩ ই ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে দুটি বেসিক ট্রেড কোর্স ১) কম্পিউটার অফিস এপ্লিকেশন, ২) গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। ২০১৮ সালের জানুয়ারী মার্চ ব্যাচে সর্বপ্রথম নিজস্ব প্রতিষ্ঠানের অধীনে কম্পিউটার অফিস এপ্লিকেশন ট্রেডে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করে কার্যক্রম শুরু করে। আমাদের প্রথম শিক্ষার্থী শপ্না আক্তার(প্রতিষ্ঠার পর), মোঃ তারেক মোল্ল্যা (অনুমোদনের পর)। প্রতিষ্ঠানের শুরু হতে অদ্যবধি ২০১ জন শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে সাফল্যের সাথে কারিগরি বোর্ডের অধীনে পাশ করেছে। বর্তমানে ৫৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ রত রয়েছে। এ্যাডভান্সড সার্টিফিকেট শিক্ষাক্রম এর অনুমোদন নিমিত্তে কারিগরি শিক্ষাবোর্ড এী এর পরিদর্শন টীম এর পরিদর্শন সম্পন্ন হয়েছে। দ্রুতই এ্যাডভান্সড সার্টিফিকেট শিক্ষাক্রম অনুমোদন হবে। ভবিষ্যতে বেসিক ট্রেড, এ্যাডভান্সড সার্টিফিকেট এর পাশাপাশি এসএসসি (ভোকেশনাল),এইচএসসি (বিএমটি),ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।


আমাদের প্রতিষ্ঠানসমূহ

মোসাঃ রাবেয়া সুলতানা
অধ্যক্ষের বানী
কাশেম শেখ
সভাপতির বাণী
মোঃ তারেক মোল্ল্যা
কম্পিউটার অফিস এপ্লিকেশন
জানু-মার্চ ২০১৮

সম্পা আক্তার
সার্টিফিকেট ইন অফিস এপ্লিকেশন
জুলাই-ডিসেম্বর ২০১৭ সেশন